ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পঁচজন নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। এদের সবার বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ছয়জন সাঁতরে তীরে উঠলেও পাঁচজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় মৃতদেহগুলো উদ্ধারে সক্ষম হয়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, এ ঘটনার জন্য দায়ী বাল্কহেডের চার স্টাফকে আটক করা হয়েছে। এছাড়া বাল্কহেডটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন