ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন দশকেও চালু হয়নি মুক্তাগাছা বিসিক শিল্পনগরী

ময়মনসিংহ নগরী থেকে ১৬ কিলোমিটার দূরে মুক্তাগাছা সদর উপজেলায় একটি শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নিয়ে ছিলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। তবে ৩০ বছরেও তা বাস্তবায়ন করা হয়নি।

বিসিকের কার্যক্রম এই জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ঠিক কবে নাগাদ এটি প্রতিষ্ঠানিক রূপে দেখা যাবে তা এখনো অনিশ্চিতেই রয়েছে। অথচ বিসিক শিল্পনগরী গড়ে তোলার সব ধরনের সুবিধা রয়েছে এ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে একমাত্র মুক্তাগাছায় ১৯৮৯ সালে একটি শিল্পনগরী স্থাপনের কাজ শুরু হয়। সে সময় ৫ একর ২০ শতক জমি অধিগ্রহণ করে মাটি ভরাট করা হয়। এরপর তিন দশক পেরিয়ে গেলেও শিল্পনগরীর কার্যক্রম এখনও শুরু হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিসিক শিল্পনগরী বাস্তবে রূপ না নেওার ফলে হতাশ হয়েছেন স্থানীয় উদ্যোক্তারা।

জানা যায়, জমি অধিগ্রহণ করতে সে সময় ব্যয় করা হয়ে ছিলো ১৩ লাখ ৩৮ হাজার টাকা। পরে ওই জমিতে আরো  ২৭ লাখ টাকা ব্যয় করে মাটি ভরাটের কাজ করা হয়। এরপরই বিসিকের কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, সরকার আসে সরকার যায় কিন্তু এ বিসিক শিল্পনগরীর কোনো কাজই হয় না। জাতীয় নির্বাচন এলেই ঘোষণা দেয়া হয়, এখানে শিল্পনগরীর কার্যক্রম শুরু হবে। তবে কবে নাগাদ যে এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে তা এখন অনিশ্চিতই রয়ে গেছে।

বছরের পর বছর অরক্ষিত অবস্থায় রয়েছে এই বিসিক শিল্পনগরীর। ক্রমেই এর জমি বেদখল হয়ে যাচ্ছে। অথচ শিল্পনগরী গড়ে তোলার অনুকূল পরিবেশ এবং গ্যাস, বিদ্যুৎসহ সব ধরনের সুবিধা রয়েছে এখানে।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা সরকার বলেন, বিসিক শিল্পনগরীর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে চারদিকে সীমানা দেয়ালের কাজসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন