ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার আসছে ইউটিউবে

ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার আসছে ইউটিউবে

প্রযুক্তি বাজারে টেক্কা দিতে একের পর এক ফিচার যুক্ত করছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এবার ভিডিও ক্রিয়েটরদের জন্য এনএফটি (NFT) ফিচার নিয়ে আসছে প্ল্যাটফর্মটি। সম্প্রতি নন ফাঞ্জিবেল টোকেন শুরু করার ঘোষণা করেছে ইউটিউব।

বিগত কয়েক বছরে NFT বা নন ফাঞ্জিবেল টোকেনের জনপ্রিয়তা বেড়েছে। সেজন্য বিভিন্ন টেক কোম্পানি এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ইউটিউব।

এর আগে, গত সপ্তাহেই প্রোফাইল ছবিতে এনএফটি যুক্ত করার ঘোষণা করেছিল টুইটার।

ইউটিউবের সিইও সুসান ওয়াজসিকি জানিয়েছেন, তারা সব সময় ইউটিউব ইকো-সিস্টেমে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্রিয়েটরদের সাহায্য করতে চায়। এর মধ্যে অন্যতম এনএফটি। যা ব্যবহার করে প্ল্যাটফর্মের ক্রিয়েটর ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো হবে এর মাধ্যমে।

ডিজিটাল অ্যাসেট রাখার প্রযুক্তি হলো এনএফটি। এটি ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে কাজ করে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন