ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বস্তি মিলছে শীতের সবজিতে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন লাগলেও কিছুটা স্বস্তি মিলছে শীতকালীন সবজির বাজারে। কমতে শুরু করেছে শীতকালীন শাক-সবজির দাম। ইতোমধ্যেই অর্ধেকে নেমে এসেছে শীমের দাম। ফুলকপি, পাতাকপি, মুলা, শালগম, বেগুন, বরবটি, শসা, গাজরের মূল্যও আগের চেয়ে কিছুটা কমেছে। তবে এসব সবজি এখনো ৪০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর শান্তিনগর বাজার, মহাখালী কাঁচা বাজার ও কাওরানবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

সবজি বাজারে পালং শাক, মূলা শাক ও সরিষা শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ২০ টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়ায় দাম কমা শুরু হয়েছে। সামনে সরবরাহ আরও বাড়লে দাম আরও কমে যাবে।

বাজার ঘুরে জানা গেছে, প্রতি কেজি শিম পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আরও জানা গেছে, কাওরান বাজারে গত সপ্তাহে যে শিমের পাল্লা ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে, শুক্রবার তা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি পাকা টমেটো পাওয়া যাচ্ছে ৭০-৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১০০-১২০ টাকা।

এছাড়া বাজারে আসা নতুন গোল আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৮০-১০০ টাকা। বরবটি প্রতি কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। বেগুনের দাম অর্ধেকে নেমে এসেছে। যে বেগুন গত সপ্তাহে ৮০-১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে সে বেগুন এখন ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। মূলা পাওয়া যাচ্ছে ৫০ টাকা থেকে কমে ২০-৩০ টাকায়।

দাম অপরিবর্তিত থেকে ফুলকপি ও বাধাকপি, পেঁপে এবং করলা আগের সপ্তাহের মতোই যথাক্রমে ৩০-৪০, ৩০-৩৫ এবং ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শান্তিনগর এলাকার বাসিন্দা শাহ আলম জানান, গত সপ্তাহের চেয়ে সবজির দাম কিছুটা কমলেও শীতের মৌসুম হিসেবে সবজির দাম আরও কমা দরকার। তবে বাজারদর না বেড়ে এমন থাকলে আমাদের জন্য মঙ্গলজনক।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন