ঢাকা | বৃহস্পতিবার
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা

করোনার (কোভিড ১৯) প্রাদুর্ভাবকালীন সময়ে ব্যাংকগুলো খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

করোনার (কোভিড ১৯) প্রাদুর্ভাবকালীন সময়ে ব্যাংকগুলো খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

তিনি বলেন, পুঁজিবাজার খোলা থাকা, না থাকা নির্ভর করে ব্যাংকের উপর। সরকার ঘোষিত বিধি নিষেধে যদি ব্যাংক খোলা থাকে, তবে পুঁজিবাজার খোলা থাকবে। লেনদেনও হবে। তাই পুঁজিবাজারে লেনদেন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

গত ১৩ জানুয়ারি থেকে চলা বিধিনিষেধের পর নতুন করে গত শুক্রবার থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ভ্যাকসিন সনদ ও কোভিড টেস্ট রিপোর্ট ছাড়া কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না। ১০০ জনের বেশি মানুষ কোনো সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানায় ইতিমধ্যেই ঢাকার হাসপাতালগুলোর বেড এক তৃতীয়াংশ পূরণ হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আগামী ২ সপ্তাহ স্কুল, কলেজ বন্ধ রাখা হবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপভাবে সিদ্ধান্ত নেবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন