ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গুগল ক্রোম থেকে ব্যক্তিগত তথ্য ডিলিট করবেন যেভাবে

ইন্টারনেট ব্রাউজারের মধ্যে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম। টেক জায়ান্ট গুগল ক্রোমের আরও উন্নত ভার্সন ক্রোম-৯৭ নিয়ে এসেছে। নতুন কিছু সুবিধার পাশাপাশি এতে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার দিকটি জোরদার করা হয়েছে। ব্যবহারকারীরা এখন ক্রোমের ব্রাউজার থেকে নিজের ব্যক্তিগত সব তথ্য মুছে ফেলতে পারবেন সহজেই।

চলুন জেনে নেয়া যাক ক্রোমের নতুন ভার্সনে ব্যক্তিগত সংরক্ষিত তথ্য ডিলিট করবেন যেভাবে-

প্রথমে আপনার ডিভাইস থেকে গুগল ক্রোম ওপেন করুন। এবার সেটিংস অপশনে যান।
এবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করুন।
‘সাইট সেটিংস’ থেকে ‘ভিউ পারমিশনস’ এবং ‘ডাটা স্টোরড অ্যাক্রস সাইটসে’ যেতে হবে।
এবার আপনার সম্পর্কে তথ্য সংরক্ষণ করেছে এমন কিছু ওয়েবসাইটের তালিকা আসবে। সেখান থেকে যে ওয়েবসাইটের তথ্য আপনি মুছতে চান সেই ওয়েবসাইটের পাশে ক্লিক করতে হবে।
আপনার তথ্যগুলো মুছে ফেলুন।
এখন সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আপনি লগআউট হয়ে যাবেন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন