ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নকিয়ার চিফ অপারেটিং অফিসারের পদত্যাগ

টেলিকম জায়ান্ট নকিয়া থেকে পদত্যাগ করেছেন জর্জ আর্লমেয়ার। তিনি দুই বছর ধরে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। নকিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জর্জ আর্লমেয়ারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে পদত্যাগের পেছনে কোনো কারণ জানায়নি প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স ও সিএনএন।

ফিনল্যান্ডভিত্তিক নকিয়া করপোরেশনের পুরনো কর্মকর্তাদের মধ্যে অন্যতম জর্জ আর্লমেয়ার। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। ধাপে ধাপে সিওও পদে এসেছেন। নকিয়ার আজকের অবস্থানে আসার পেছনে তার বড় ধরনের ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

জর্জ আর্লমেয়ার নকিয়ার গ্লোবাল অপারেশনস ও প্রকিউরমেন্ট বিভাগ দেখভাল করতেন। প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয় কমিয়ে আনার উদ্যোগ বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব সামলেছেন জর্জ আর্লমেয়ার।

তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা জানা যায়নি। জর্জ আর্লমেয়ার বলেছেন, ‘নকিয়ায় ২৫ বছর কাটিয়ে এখন আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

সিওওর পদত্যাগের বিষয়ে নকিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব সুরি বলেন, জর্জ আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত একজন সহকর্মী ছিলেন। নকিয়ার উত্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদায় বেলায় আমরা তার এ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন