প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সরকার সড়ক দুর্ঘটনা রোধে নিরলস কাজ করে যাচ্ছে। আজ বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে নবনির্মিত কয়েকটি সড়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে নবনির্মিত এই আন্ডারপাস বিশেষ ভুমিকা রাখবে। এখানে বিশেষচাহিদা সম্পন্ন শিশু এবং বয়স্কদের কথা চিন্তা করে লিফট, চলন্ত সিঁড়ি, র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় মহাসড়ক যানজটমুক্ত রাখতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে- বিমানবন্দর সড়কে পথচারীদের রাস্তা পারাপারের জন্য আন্ডারপাস, সিলেট শহর বাইপাস-গ্যারিসন লিংক-৪ মহাসড়ক, কক্সবাজারের বালুখালী-বান্দরবানের ঘুনধুম সীমান্ত সংযোগ সড়ক এবং রাঙ্গামাটির নানিয়ারচর চেংগী নদীর উপর ৫’শ মিটার দীর্ঘ সেতু।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
আনন্দবাজার/ টি এস পি