ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটকে বিদায় বললেন ক্রিস মরিস

মাত্র ৩৪ বছর বয়সেই সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস। মঙ্গলবার এ পেস বোলিং অলরাউন্ডার আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন।

কিন্তু খেলোয়াড়ি জীবনকে বিদায় জানালেও, খেলার মাঠ ছাড়ছেন না এই পেসার। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল টাইটানসের কোচিংয়ের দায়িত্ব নিচ্ছেন মরিস।

অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আজ আমি সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যারা আমার ক্যারিয়ারের যাত্রায় পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। এই যাত্রা খুবই আনন্দের ছিল।

মরিস আরও লিখেছেন, টাইটানস দলের কোচিংয়ের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। জীবন তো এখনই শুরু।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি মরিস। কিন্তু অলরাউন্ড স্কিলের কারণে আইপিএলে বরাবরই হট কেক ছিলেন ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার।

প্রথমে দিল্লি ডেয়ারডেভিলস, পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর সবশেষ রাজস্থান রয়্যালসে মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন এই পেসার। সর্বশেষ সাড়ে ২২ লাখ ডলারে তাকে কিনেছিল রাজস্থান। যা আইপিএলের নিলামের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে এখন পর্যন্ত ৬৯ ম্যাচ খেলেছেন মরিস। যেখানে তিনি শিকার করেছেন ৯৪ উইকেট। এছাড়া ব্যাট হাতে করেছেন প্রায় নয়শ রান। পাশাপাশি স্বীকৃত ক্রিকেটে প্রায় ছয় হাজার রান ও ছয়শর বেশি উইকেট নিয়েছেন তিনি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন