ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অধরা এক নীলবঙ্গ

বৈশ্বিক তাপমাত্রার ৯০ ভাগ শুষে নিয়ে পৃথিবীর আবহাওয়ায় ভারসাম্য বজায় রাখলেও পৃথিবীর ৮০ ভাগের বেশি সাগর এখনো বিশ্ববাসীর কাছে অজানা-রহস্যময়। এমনকি ৯৫ ভাগ সামুদ্রিক প্রাণিও অচেনা অজানাই রয়ে গেছে। অথচ পৃথিবীর প্রাণিজগতের বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেনের প্রায় ৫০ ভাগ আসে সাগর থেকে। তারপরেও বৈশ্বিক প্রেক্ষাপটে সমুদ্র এখনো রয়েছে অনেকটা ঘোরের মধ্যেই। অজ্ঞানতা থেকে প্রতিনিয়িত সমুদ্র দূষণের ফলে বিপর্যস্ত হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র ও পরিবেশ। বিজ্ঞানীদের আশঙ্কা, প্লাস্টিক দূষণের মাত্রা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের উপস্থিতিই বেশি হতে পারে।

হাজার হাজার আলোকবর্ষ দূরে থাকা মহাকাশ জয় করতে পারলেও মানুষ আজও সাগরের কয়েক কিলোমিটার গভীরের জগৎ সম্পর্কে বলা যায় একেবারেই অজ্ঞ। সম্প্রতি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় সমুদ্রের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন দিকে ও তথ্য তুলে ধরেছেন সমুদ্র বিজ্ঞানীরা। এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রসীমায় অনাবিষ্কৃত বহুমুখী সম্পদের দিক নিয়েও পর্যালোচনা হয়।
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর ৭১ ভাগ যেখানে জলরাশি সেখানে শুধু ভূমিতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে না। ১৯৯৪ সালে অধ্যাপক গুন্টার পাউলির ভবিষ্যতের অর্থনীতির রূপরেখা হিসেবে প্রণয়ন করা ব্লু-ইকোনমির ধারণা চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষিতে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে দিতে জাতিসংঘ ২০২১-২০৩০ সালকে সমুদ্রদশক ঘোষণা করেছে।

সবুজ থেকেই নীল অর্থনীতি

সবুজ অর্থনীতি মূলত কম কার্বন নিঃসরণ করে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সামাজিক অন্তর্ভূক্তি নিশ্চিত করা। আর নীল অর্থনীতি এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠ ব্যবহার ও রক্ষণাবেক্ষন নিয়ে আলোচনা করা হয়। সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি।
জাতিসংঘের ১৪তম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ‘জলের নিচের জীবন’ শিরোনামে বলা হয়েছে: টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর এবং সামুদ্রিক সম্পদসমূহ রক্ষা করা ও টেকসইভাবে ব্যবহার করাই আমাদের উচিত। আর বিশ্বব্যাংকের মতে, নীল অর্থনীতি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নততর জীবিকা সংস্থান এবং কাজের লক্ষ্যে সামুদ্রিক প্রতিবেশের উন্নয়ন; তবে লক্ষ্য রাখতে হবে, যেন সামুদ্রিক প্রতিবেশের সুরক্ষা ধ্বংস না হয়।

আলোচনার ডালপালা

২০১২ সালের রিওডি জেনিরোতে টেকসই উন্নয়ন শীর্ষক জাতিসংঘ সম্মেলনে উত্থাপিত ‘ব্লু-ইকোনমি’র মূল উদ্দেশ্য ছিল জীবন মানের উন্নয়ন এবং সাম্য প্রতিষ্ঠা করা। বলা হচ্ছে, ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। এই বিশাল মানুষের খাবার জোগান শুধুমাত্র ভূ-পৃষ্ঠ থেকে সম্ভব নয়। গবেষকরা বলছেন, বিশাল জনগোষ্ঠীর খাদ্যের জোগান দিতে বাধ্য হয়েই সমুদ্রের মুখাপেক্ষী হতে হবে সবাইকে। পৃথিবী নামের গ্রহের প্রায় ১০০ কোটি মানুষের প্রোটিনের প্রধানতম উৎস সাগর-মহাসাগরগুলো। আগামী ২০৩০ সালের মধ্যে সমুদ্রভিত্তিক শিল্পে বিশ্বের প্রায় ৪ কোটি মানুষ সংযুক্ত থাকবে। বিশ্বের বাণিজ্যের ৯০ শতাংশ সম্পাদিত হয় সমুদ্র পথে। মানুষের বেঁচে থাকা ও জীবপনধারণের অতি অবশ্য মৌলিক চাহিদার অন্যতম খাদ্য, ওষুধের জন্য আমাদের নির্ভরশীলতা রয়েছে সমুদ্রের প্রতি। তাছাড়া সভ্যতার উন্নতি উৎকর্ষ সাধনের জন্য যে জ্বালানি ও খণিজ সম্পদ ব্যাপক ব্যবহার সেগুলোর ও অন্যতম উৎস মহাসাগর। ফলে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপট আর ভূ-রাজনৈতিক বাস্তবতা আর প্রয়োজনের তাগিদে বিশ্বের সব পরাশক্তির নজরও এখন সমুদ্র অঞ্চলে।

বিরল ভূবিন্যাসের বঙ্গোসাগর

বিশ্বের এক বিরল জলরাশি এবং ভূবিন্যাস নিয়ে গঠিত বঙ্গোপসাগর। আন্তর্জাতিক আদালতের রায়ে ২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়। ফলে এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমপরিমাণ টেরিটোরিয়াল সমুদ্র এলাকায় বাংলাদেশের নিরঙ্কুশ কর্তৃত্ব, অধিকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। যার আয়তন প্রায় আরেকটি বাংলাদেশের সমান। আছে ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল। আর চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে সব ধরনের সম্পদের ওপর রয়েছে পুরো অধিকার। এই সুবিশাল জলরাশির ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের সমুদ্র বা নীল অর্থনীতির এক অপার সম্ভাবনা। সমুদ্র উপকূল পরিবেষ্টিত পৃথিবীর অন্যান্য দেশগুলো সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে পাল্টে দিয়েছে তাদের অর্থনীতি। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে জোর দিতে বলছেন বিজ্ঞানীরা।

সম্ভাবনার দিগন্তে ‘রত্নাকাগার’

উপকূলীয় ১৯ জেলার মানুষ কোনো না কোনোভাবে সাগরের ওপর নির্ভরশীল। দেশের স্থলভাগে যে পরিমাণ সম্পদ, তার সমপরিমাণ (৮১ ভাগ) সম্পদ সাগরের তলদেশে রয়েছে। গবেষণা করলে এর কয়েকগুণ সম্পদের খবরও বেরিয়ে আসতে পারে। সমুদ্রসীমায় তেল-গ্যাসসহ অন্যান্য মূল্যবান সম্পদ উত্তোলন, মৎস্য সম্পদ আহরণ, বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটনের ক্ষেত্রে পরিকল্পনা-মাফিক কার্যক্রম পরিচালনা করা গেলে ২০৩০ সাল নাগাদ প্রতি বছর আড়াই লাখ কোটি ডলার আয় করা সম্ভব। বিশ্বে ব্যবহৃত শতকরা ৫০ ভাগের বেশি ম্যাগনেশিয়াম সামুদ্রিক পানি থেকে সংগ্রহ করা হয়। এই প্রাকৃতিক উৎস থেকে জীবনরক্ষাকারী ওষুধ তৈরি হয়। এছাড়া সমুদ্রের বায়ু ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা।

বাংলাদেশের ৭৫টি বহিঃদ্বীপ রয়েছে। যা স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটন খাতে ব্যবহার করা সম্ভব। যথাযথ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব সম্পদ গবেষণা এবং ব্যবহার সম্ভব হলে দেশের অর্থনীতির দ্রুত উন্নয়ন সম্ভব। বঙ্গোপসাগরের তলদেশে যে খণিজ সম্পদ রয়েছে তা পৃথিবীর আর কোনো সাগর, উপসাগরে নেই বলেও ধারণা করা হয়। আরো বহু বছর আগে মণি, মুক্তা, সোনা, রূপা, তামা, প্রবালসহ বিভিন্ন ধরনের মহামূল্যবান ধনরত্ন এখানে রয়েছে ধারণা করে, ভারতবর্ষের পৌরাণিকে বঙ্গোপসাগরের নাম দেওয়া হয়েছিল ‘রত্নাকাগার’।

অপ্রাণিজ সমুদ্র সম্পদ

বঙ্গোপসাগরে অপ্রাণিজ সমুদ্র সম্পদের মধ্যে উল্লেখযোগ্য তেল, গ্যাস, চুনাপাথর ইত্যাদি। খনিজ সম্পদের মধ্যে প্রায় ১৭ ধরনের খনিজ বালি রয়েছে। এর মধ্যে বেশি পাওয়া যায় জিরকন, রুটাইল, সিলিমানাইট, ইলমেনাইট, ম্যাগনেটাইট, গ্যানেট, কায়ানাইট, মোনাজাইট, লিকোক্সিন ইত্যাদি। যার প্রত্যেকটি পদার্থই মূল্যবান। তবে মোনাজাইট অতিমূল্যবান পদার্থ। এই তেজষ্ক্রিয় পদার্থ পারমাণবিক বোমা তৈরিতে ও পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপাদক হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের তথ্যমতে, দেশের সমুদ্র সৈকতের বালিতে মোট খনিজের মজুদ ৪৪ লাখ টন। প্রকৃত সমৃদ্ধ খণিজের পরিমাণ প্রায় ১৭ লাখ ৫০ হাজার টন। যা বঙ্গোপসাগরের ১৩টি স্থানে পাওয়া গেছে। তাদের হিসেবে দেশের সমুদ্রসীমা থেকে প্রায় ১০ লাখ টন খণিজ বালু উত্তোলন করা যেতে পারে।

এছাড়াও বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে ম্যাঙ্গানিজ নডিউল, ফসফরাস ডেপোজিট, পলিমেটালিক সালফাইড, অ্যাডাপোরাইট, ক্লেসার ডেপোজিট নামক আকরিক। এসব আকরিক পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে মলিবডেনাম, কোবাল্ট, কপার, জিঙ্ক, লেডসহ ইত্যাদি দুর্লভ ধাতু। এসব ধাতু জাহাজ নির্মাণ ও রাসায়নিক কারখানায় ব্যবহার করা যাবে। বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, অগভীর সমুদ্রের তলদেশে ভ্যানাডিয়াম, প্লাটিনাম, কোবাল্ট, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ ক্রাস্ট, তামা, সিসা, জিঙ্ক এবং কিছু পরিমাণ সোনা ও রূপা দিয়ে গঠিত সালফাইডের অস্তিত্ব রয়েছে। সাগরের এক হাজার ৪০০ থেকে ৩ হাজার ৭০০ মিটার গভীরে মিলছে এসব মূল্যবান সম্পদ। বঙ্গোপসাগরের প্রায় ৩০ থেকে ৮০ মিটার গভীরে সিমেন্ট শিল্পের কাঁচামাল ‘ক্লে’র সন্ধান পাওয়া গেছে।

এছাড়া সম্প্রতি বঙ্গোপসাগরের অগভীর ও গভীর তলদেশে মহামূল্যবান ধাতু ইউরেনিয়াম ও থোরিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। আর বাংলাদেশের পাশেই প্রতিবেশী ভারত কৃষ্ণা গোধাবেরি বেসিনে ১০০ টিসিএফ গ্যাস আবিষ্কারের কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংস্থা ওএনজিসি। এছাড়া বাংলাদেশের কাছাকাছি মিয়ানমারের সাগর ভাগেও পাওয়া গেছে বড় গ্যাসক্ষেত্র। এ কারণে ভূতত্ত্ববিদদের অনেকে মনে করেন, বাংলাদেশের সমুদ্র সীমায়ও বড় ধরনের গ্যাসের মজুদ থাকতে পারে।

প্রাণিজ সম্পদ

মৎস্য সম্পদ, সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক আগাছা, লতা, গুল্মতেও ভরপুর বঙ্গোপসাগর। দেশের সমুদ্রসীমায় রয়েছে ৪টি মৎস্যক্ষেত্র। যেখানে প্রায় ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে বলে ধারণা করা হয়। তাছাড়া আরও আছে ৩৩৬ প্রজাতির শামুক-ঝিনুক, ৭ প্রজাতির কচ্ছপ, ৫ প্রজাতির লবস্টার, ৩৬ প্রজাতির চিংড়ি, ৩ প্রজাতির তিমি, ১০ প্রজাতির ডলফিন, প্রায় ২০০ প্রজাতির সি-উইড (এক ধরনের সামুদ্রিক ঘাস) রয়েছে বলেও মনে করেন অনেক গবেষক। তবে মাছ ধরতে বাংলাদেশের জেলেরা দেশি নৌযান নিয়ে মাত্র ২০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অর্থাৎ তাদের কাছে সমুদ্রসীমার বড় একটা অংশই অজানা। ৫০ কিলোমিটারের বেশি দূরে যাবার মতো মাছ ধরার কোনো নৌযানই নেই বাংলাদেশের। ১৯টি প্রতিষ্ঠানকে গভীর সমুদ্রে মাছ আহরণের অনুমতি দেওয়া হলেও এখানো কোনো প্রতিষ্ঠান সমুদ্র গভীরে যেতে পারছে না। বঙ্গোপসাগরে আছে বিপুল পরিমাণ সামুদ্রিক আগাছা। এসব আগাছা প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা যায়। এর মধ্যে পিরুলিনা সবচেয়ে মূল্যবান। চীন, জাপান, ইউরোপের বিভিন্ন দেশে খাদ্য হিসেবে খেয়ে থাকে।

সমুদ্র নিয়ে অন্যদেশের ভাবনা

ইন্দোনেশিয়ার জাতীয় অর্থনীতির সিংহভাগ সমুদনির্ভর। সম্প্রতি দেশটি এমনকিছু পদক্ষেপ গ্রহণ করেছে যে তার পরিপূর্ণ বাস্তবায়ন করা গেলে সমুদ্র থেকে আহরিত সম্পদের মূল্যমান জাতীয় বাজেটের দশগুণ হবে। দ্যা জাকার্তা পোস্টে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে দ্যা লমবক ব্লু ইকোনোমি বাস্তবায়ন কর্মসূচি ৭৭ হাজার ৭০০ নতুন কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি প্রতিবছর ১১৪.৮৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে।
আর অস্ট্রেলিয়া সমুদ্রসম্পদ থেকে বর্তমানে প্রায় ৪৭.২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। যা তাদের মোট জিডিপির ৩ শতাংশের বেশি। অস্ট্রেলিয়া ইতোমধ্যে ২০১৫-২০২৫ সাল পর্যন্ত ব্লু-ইকোনমি দশক পরিকল্পনা গ্রহণ করেছে। সে অনুযায়ী ২০২৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে ব্লু-ইকোনমির অবদান হবে ১০০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

গত ৫ বছর সময়ে চীনের অর্থনীতিতে ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলারের মেরিটাইম ইন্ডাস্ট্রি বৃদ্ধি পেয়েছে, যা চীনের জিডিপির ১০ শতাংশ এবং বলা হচ্ছে যে ২০৩৫ সাল নাগাদ জিডিপিতে মেরিন সেক্টরের অবদান হবে ১৫ শতাংশ।
ইউরোপীয় ইউনিয়ন বাৎসরিক মূল্য সংযোজন করেছে ৫০০ বিলিয়ন ইউরো এবং ৫ মিলিয়ন লোকের কর্মসংস্থান তৈরি করেছে। আয়ারল্যান্ডের ২০১৬ সালে মোট জিভিএ ছিল ৩.৩৭ বিলিয়ন ইউরো যা জিডিপির ১.৭ শতাংশ। মরিশাসের ২০১২ থেকে ২০১৪ সাল সময়ে জিডিপিতে ব্লু-ইকোনমির অবদান ছিলো গড়ে ১০ শতাংশ। ২০১৩ সনেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্লু-ইকোনমির অবদান ছিলো ৩৫৯ বিলিয়ন মার্কিন ডলার যা তাঁদের মোট জিডিপির ২ শতাংশ এবং ৩ মিলিয়ন মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছিল।

বৈশ্বিক সমুদ্র অর্থনীতি থেকে আউটপুট সঠিকভাবে পরিমাপ করার জন্য বর্তমান সময়ে বিভিন্ন ধরণের হিসাব-নিকাশ করা হচ্ছে। গ্লোবাল ওশান কমিশন (২০১৪) এর প্রাক্কলন অনুযায়ী, মেরিন ও উপকূলীয় উৎপাদিত সম্পদের মোট বাজার মূল্য ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মোট রাজস্ব এর পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ২.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।

নীল অর্থনীতিতে বাংলাদেশ

বিশ্বব্যাংকের এক হিসাবে দেখা যায়, ২০১৫ সালে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্র বা নীল অর্থনীতির অবদান প্রায় ৬.২ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। বাংলাদেশের বর্তমান সমুদ্র বা নীল অর্থনীতির আয়ের ভেতর ২৫ শতাংশ আসে পর্যটন ও বিনোদন খাত থেকে, মাছ ধরা খাত থেকে আসে ২২ শতাংশ, যাতায়াত থেকে ২২ শতাংশ এবং গ্যাস ও তেল উত্তোলন থেকে আসে ১৯ শতাংশ। প্রায় ১ কোটি ৩০ লাখ বাংলাদেশি মাছ শিকার এবং ৬০ লাখ বাংলাদেশি সমুদ্রের পানি থেকে লবণ তৈরি ও জাহাজ নির্মাণ শিল্পে জড়িত। সব মিলিয়ে এ দেশের প্রায় ৩ কোটি মানুষ তাদের জীবন ও জীবিকার প্রশ্নে সমুদ্রের ওপর নির্ভরশীল।

বিশাল সমুদ্রসীমা থাকলেও গভীর সমুদ্রে যাওয়ার মতো সক্ষমতা নেই জেলেদের। ফলে বাংলাদেশের সমুদ্রসীমা থেকে প্রতিবেশি দেশগুলো মাছ ধরতে পারলেও পিছিয়ে রয়েছে এদেশের জেলেরা। ফলে অতি মূল্যবান টুনা মাছের বাজার ধরতে পারছে না বাংলাদেশ। তাছাড়া গবেষণায় সক্ষমতা না থাকায় সম্পদের সঠিক হিসাব নিকাশও করা যাচ্ছে না। একই সময়ে সমুদ্রসীমা পেয়েও অনেক এগিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার। ভারত বেশ কয়েকটি গ্যাসক্ষেত্র চিহ্নিত করলেও বাংলাদেশ এখনো সেদিকে আগাতে পারেনি।

যা করতে হবে

সমুদ্র অর্থনীতিকে যারা সফলভাবে কাজে লাগাতে পারছে তেমন দেশ, যেমন ইন্দোনেশিয়া বা অস্ট্রেলিয়ার এ সংক্রান্ত গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করে একটি সমুদ্র নীতিমালা প্রণয়ণ করা এখন সময়ের দাবি। সমুদ্রনির্ভর শিল্পের উন্নয়ন ও প্রসারে পর্যাপ্ত বাজেটও বরাদ্দ করা দরকার। সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি ও গবেষণার পরিধি বৃদ্ধি করা যেতে পারে। গবেষণা তথ্যকে সহজলভ্য ও নিরাপদ রাখতে একটি কেন্দ্রিয় ডেটা সেন্টার স্থাপন করার দাবি জানিয়েছেন বিজ্ঞানীরা।

সমুদ্র বিজ্ঞানের বিকাশে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এ সংক্রান্ত বিভাগগুলোকে আধুনিকায়ন করা প্রয়োজন। বিদেশি বিনিয়োগকারিদের আহ্বান জানানোর পাশাপাশি দেশীয় শিল্পোদ্যোক্তাদের ব্লু ইকোনোমি ঘিরে শিল্প প্রতিষ্ঠায় আকৃষ্ট ও আগ্রহী করা সময়ের দাবি। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-১৪ ‘জলের নিচে জীবন’ বাস্তবায়নে জোর দেয়া যেতে পারে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন