শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফী

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুন দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন মাশরাফী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এই বিপিএলে চমকটি দিয়েছে ঢাকা প্লাটুন। সোমবার ঢাকা প্লাটুন দলের পক্ষ থেকে ঘোষণাটি দেয়া হয়েছে।

এর আগে ইনজুরির কারণে মাশরাফীর খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরী হয়েছিল। বিপিএলের আগেই মাশরাফী শতভাগ ফিট হয়ে উঠবেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক। চিকিৎসকের গ্রীন সিগনাল পাওয়ার পর দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও টিম ডিরেক্টর গাজী গোলাম মোর্তজাসহ সকলের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিপিএল এর সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছেন তিনি। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স এর হয়ে এই শিরোপাগুলো জিতেছেন মাশরাফী।

ঢাকা প্লাটুন দলে আরো যারা থাকবেন, তামিম ইকবাল, আনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হামান, আরিফুল হক, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, জাকের আলী অনিক, ওয়াহাব রিয়াজ, থিসারা পেরেরা, লরি ইভান্স, শহীদ আফ্রিদি, লুইস রিস ও আসিফ আলী।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  আইসিসির প্রায় সব পুরস্কারই পাকিস্তানের ঘরে

সংবাদটি শেয়ার করুন