শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নওয়াজের ‘ম্যাকমাফিয়া’ হারালো ‘সেক্রেড গেমসকে’

একের পর এক সিরিজে অভিনয় করে নিজেকেই যেন নিজে হারিয়ে দিচ্ছেন নওয়াজুদ্দিন সিদ্দিক। সম্প্রতি বিশ্বখ্যাত ৪৭ তম এমির আসরে আবারো রেকর্ড ব্রেক করলেন সিদ্দিক। সাইফ-নওয়াজের ‘সেক্রেড গেমস’ কে হারিয়ে সবার উপরে চলে এল যুক্তরাজ্য ভিত্তিক সিরিজ ‘ম্যাকমাফিয়া’।

নওয়াজুদ্দিন অভিনীত ‘ম্যাকমাফিয়া’ ৪৭ তম এমি অ্যাওয়ার্ডে সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিয়েছে। এই সিরিজে ভারতের ব্যবসায়ী দিল্লি মাহমুদ চরিত্রে দেখা গিয়েছে তাকে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নিউ ইয়র্কের হিলটন হোটেলে এমি অ্যাওয়ার্ডের আসর বসেছিল। ক্ষনিকেই এমি অ্যাওয়ার্ড পরিণত হয়েছিল তারকাদের মিলন মেলায়। এক নজরে দেখে নিন এবার কারা জিতলেন এমি অ্যাওয়ার্ড –

সেরা অভিনেতা: হালুক বিলগিনার (পারসোনা, তুরস্ক)
সেরা অভিনেত্রী: মেরিনা জেরা (ইটারনাল উইন্টার, হাঙ্গেরি)
সেরা কমেডি: দ্য লাস্ট হ্যাংওভার (ব্রাজিল)
সেরা ডকুমেন্টারি: ট্রুথ ইন অ্যা পোস্ট (নেদারল্যান্ডস)
সেরা ড্রামা সিরিজ: ম্যাক মাফিয়া (যুক্তরাজ্য)
নন স্ক্রিপটেড এন্টারটেইনমেন্ট: দ্য রিয়েল ফুল মন্টি: লেডিস নাইট (যুক্তরাজ্য)
শর্ট-ফর্ম সিরিজ: হ্যাক দ্য সিটি (ব্রাজিল)
টেলিনোভেলা: লা রেইনা দেল ফ্লো (কলোম্বিয়া)
টিভি মুভি/মিনি সিরিজ: সেফ হারবার (অস্ট্রেলিয়া)

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  মাহিয়া মাহি গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন