ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

একমির ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দি একমি ল্যাবরেটরিজের ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত রবিবার সম্পন্ন হয়েছে। সভায় ২০২০-২০২১ (জুলাই থেকে জুন) সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদের পূর্ব ঘোষিত ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। ডিজিটাল প্লাট ফর্মে অনুষ্ঠিত এজিএমে এ অনুমোদন দেয়া হয়েছে। দি একমি ল্যাবরেটরিজের চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা এজিএমে সভাপতিত্ব করেন।

সভায় বিনিয়োগকারীদের জন্য (শেয়ারহোল্ডার) নগদ লভ্যাংশ অনুমোদন ছাড়াও কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক ও নিরীক্ষক প্রতিবেদন, নিরীক্ষক নিয়োগ, নিরীক্ষক পারিশ্রমিক নির্ধারন, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নির্বাচনসহ ব্যবসা উন্নয়ন স্বার্থে ভবিয্যৎ পরিকল্পনা এজেন্ডা অনুমোদন হয়েছে।

এজিএমে শেয়ারহোল্ডার ছাড়াও ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহানারা মিজান সিনহা, পরিচালক মো. আবুল হোসেন, দাস দেবা প্রসাদ, এহসান উল ফাত্তাহ, ইভানা হক, তাসনিম সিনহা, তানভীর সিনহা, সাবরিনা জুনেদ, ফাহিম সিনহা, অতিবিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ইন্টারনাল অডিট এক্সিকিউটিভ (সিআইএই) মো. হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কাজী মোহাম্মদ বদরুদ্দিন, কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. আরশাদুল কবির।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন