বিশ্বজুড়ে ফের ভয়াবহ আকার ধারণ করেছে করোনার সংক্রমণ। একদিনে সারা বিশ্বে ১২ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে সংক্রমণের মাত্রাটা বেশি। গত একদিনে ফ্রান্সে রেকর্ড সংখ্যক মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। একদিনে প্রায় পৌনে দুই লাখ মানুষের করোনা ধরা পড়েছে দেশটিতে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনাভাইরাস মহামারীর শুরুর পর ইউরোপের কোনো দেশে আর কখনও এক দিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি। মঙ্গলবার ফ্রান্সে শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন নতুন রোগী। একইদিনে মৃত্যু হয়েছে ২৯০ জনের।
ফ্রান্স ছাড়াও এক দিনে শনাক্ত রোগীর নতুন রেকর্ড হয়েছে ইতালি, গ্রিস, পর্তুগাল আর ইংল্যান্ডেও। ২৪ ঘণ্টায় ইতালিতে ৭৮ হাজার, পর্তুগালে ১৭ হাজার ১৭২, গ্রিসে ২১ হাজার ৬৫৭ এবং ইংল্যান্ডে ১ লাখ ১৭ হাজার ৯৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
আনন্দবাজার/ টি এস পি