শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দশ ম্যাচ পর হারল লিভারপুল

টানা দশ ম্যাচ অপরাজিত থেকে ইতিবাচকভাবেই বছর শেষ করার অপেক্ষায় ছিল ইংল্যান্ডের ক্লাব লিভারপুল। তবে বছরের শেষ ম্যাচেই হতাশাজনক পরাজয় পেল ক্লাবটি। একের পর এক সুযোগ মিসের মাশুল দিয়ে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল।

মঙ্গলবার রাতে লেস্টারের ঘরের মাঠে খেলতে গিয়ে দারুণ সব সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৫৯ মিনিটের সময় গোল করে ইএফএল কাপে লিভারপুলের কাছে হারের প্রতিশোধ নিয়েছে লেস্টার।

পুরো ম্যাচের ৬৫ শতাংশ সময়ই বলের দখল রেখেছিল অলরেডরা। গোলের জন্য অন্তত ২১টি শট করেছে, যার মধ্যে ৪টি লক্ষ্য বরাবর ছিল। তবে মেলেনি সুফল। অন্যদিকে পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রেখে তাতেই গোল আদায় করে নিয়েছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

এই পরাজয়ের পরেও টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। লিগের অর্ধেক অর্থাৎ ১৯ ম্যাচ শেষে ক্লাবটির সংগ্রহ ৪১ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে লেস্টার। শীর্ষে থাকা ম্যান সিটির ঝুলিতে আছে ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  ২০২৪ সাল পর্যন্ত লিভারপুলে থাকছেন ক্লপ

সংবাদটি শেয়ার করুন