ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রানার এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন

রানার এজিএমে ক্যাশ নগদ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। সভায় ২০২০-২০২১ (জুলাই থেকে জুন) সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদের পূর্ব ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। গত সোমবার ডিজিটাল প্লাট ফর্মে অনুষ্ঠিত এজিএমে এ অনুমোদন দেয়া হয়েছে।

ডিজিটাল প্লাট ফর্মে অনুষ্ঠিত এজিএম সভায় বিনিয়োগকারীদের জন্য (শেয়ারহোল্ডার) লভ্যাংশ অনুমোদন ছাড়াও কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক ও নিরীক্ষক প্রতিবেদন, নিরীক্ষক নিয়োগ, নিরীক্ষক পারিশ্রমিক নির্ধারন, পরিচালক নির্বাচন, স্বতন্ত্র পরিচালক নির্বাচনসহ কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারন এজেন্ডা অনুমোদন হয়েছে।

এছাড়া এজিএমে বিশেষ কিছু এজেন্ডা রয়েছে। এগুলো হলো- আইপিও ফান্ড ব্যবহার জন্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পযর্ন্ত সময় বৃদ্ধি, ‘কোম্পানি আইন-১৯৯৪’ এর ‘দ্বিতীয় সংশোধনী-২০২২’ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পিানীর নামের শেষে এলটিডি এর পরিবর্তে পিএলসি শব্দটি অন্তভূক্ত করা সহ কোম্পানির সংঘবিধির সংশোধন।

এজিএম সভায় কোম্পানিটির চেয়ারম্যান হাফিজুর রহমান খান রানার অটোমোবাইলসের দিক নির্দেশনামূলক বক্তব্যে রাখেন। এসময় কোম্পানির বর্তমান কর্মকান্ড এবং ভবিয্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল চৌধুরী। এজিএম সভা পরিচালন করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কোম্পানিটির পর্ষদের সদস্য, সিএফও সনৎ দত্ত, কর্মকর্তা সহ শেয়ারহোল্ডাররা।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন