শিক্ষার কোন শেষ নেই, যেকোনো বয়সে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। সন্তানদের কাছে অনুপ্রেরণা পেয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়ে সমাপনি পরীক্ষা দিয়েছেন সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর।
এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে বিষয়টি, যা অনুপ্রেরণা জুগিয়েছে স্বাক্ষর-জ্ঞান না থাকা কর্মজীবী নারীদের।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ( মহিলা সংরক্ষিত) সাবিয়া সুলতানা ( সাবিয়া) বলেন, লেখাপড়ার প্রতি আগ্রহ ছোটোবেলা থেকেই ছিলো। কিন্তু সংসারের দারিদ্রতা আমাকে পড়াশোনা করতে দেয়নি। অষ্টম শ্রেণি পাস করেই আমার বিয়ে হয়ে যায়। আমি আর পড়াশুনা করতে না পারলেও ছেলে-মেয়েদের উচ্চশিক্ষিত করে তুলেছি। আমার মা রাজিয়া সুলতানা এ ওয়ার্ডে তিনবার কাউন্সিলর ছিলেন। তার মৃত্যুর পর উপনির্বাচনে আমি নির্বাচিত হই। এবারও জনগণ ভোট দিয়ে আমাকে মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর বানিয়েছে। মানুষের ভালোবাসা আর সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলায় আমার সব কিছু পূরণ হলেও লেখা পড়া বেশি দূর না জানার কারণে আত্ন কষ্ট সব সময় তাড়া করে বেড়ায় আমাকে। সন্তানদের অনুপ্রেরণা আমাকে লেখাপড়া শেখার উৎসাহ জুগিয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে নবম শ্রেণির শিক্ষার্থী হিসেবে সৈয়দপুর আসমতিয়া দাখিল (ভোকেশনাল) মাদ্রাসার পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিয়েছেন গফুরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে মহিলা কাউন্সিলর সাবিয়া সুলতানা।