ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দর কমলেও বেড়েছে লেনদেন

দর কমলেও বেড়েছে লেনদেন
  • কেনার চেয়ে বিক্রয়ের চাপ বেশি
  • অধিকাংশ শেয়ারে দরপতন
  • বিক্রি বেড়ে যাওয়ায় বাড়ে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক গতকাল সোমবার পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের ৬৫ দশমিক ৬১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে এদিন উভয় স্টকের লেনদেন বেড়েছে। দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার পুঁজিবাজারে লেনদেন বাড়লেও কমেছে সব ধরনের সূচক। সংশ্লিষ্টরা বলছেন, দুই স্টকের সব ধরনের সূচকের পতন ঘটে গতকাল। শেয়ার কেনার চেয়ে বিক্রয়ের চাপ বেশি ছিল। ফলে অধিকাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়। এদিন শেয়ার বিক্রয় বাড়ায় দুই স্টকে লেনদেন পরিমাণ বেড়েছে

সংশ্লিষ্টরা বলছেন, গতকাল ডিএসইর ৬৪ দশমিক ৪৪ শতাংশ কোম্পানির শেয়ার দর পতন ছিল। আর্থিক, ইঞ্জিনিয়ারিং, বস্ত্র, মিউচুয়াল ফান্ড, ওযুধ রসায়ন, বিবিধ, খাদ্য আনুষঙ্গিক, জ্বালানি শক্তি, আইটি, পাট, সিমেন্ট, সিরামিক এবং ভ্রমণ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর পতন সবচেয়ে বেশি ছিল। এদের মধ্যে ব্যাংক খাতের ৩২টির মধ্যে ২১টি, নন-ব্যাংকিং আর্থিক খাতের ২৩টির মধ্যে ১৫টি, ইঞ্জিনিয়ারিং খাতের ৪২টির মধ্যে ২৯টি, বস্ত্র খাতের ৫৮টির মধ্যে ৩৯টি, ওযুধ রসায়ন খাতের ৩২টির মধ্যে ২৪টি, মিউচুয়াল ফান্ড খাতের ৩৭টির মধ্যে ১৮টি, বিবিধ খাতের ১৪টির মধ্যে ১৩টি, খাদ্য আনুষঙ্গিক খাতের ২০টির মধ্যে ১২টি, জ্বালানি শক্তি খাতের ২৩টির মধ্যে ১৯টি, আইটি খাতের ১১টির মধ্যে ৯টি, পাট খাতের ৩টির মধ্যে ২টি, সিমেন্ট খাতের ৭টির মধ্যে ৪টি, সিরামিক খাতের ৫টির মধ্যে ৪টি এবং ভ্রমণ খাতের ৪টির মধ্যে ৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর পতন ছিল। একই মন্দা অবস্থা অপর পুঁজিবাজার সিএসইতেও। এদিন সিএসইর ৬৬ দশমিক ৭৮ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর পতন ছিল। এদিন দুই স্টকের বেশিরভাগ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন তারা।

সূত্রমতে, ডিএসইতে বীমা, পেপার, সেবা আবাসন, টেলিকমিউনিকেশন এবং চামড় খাতের প্রতিষ্ঠানের শেয়ার দর উত্থান বেশি ছিল। এদের মধ্যে বীমা খাতের ৫২টির মধ্যে ৪০টি, পেপার খাতের ৬টির মধ্যে ৪টি এবং চামড়া খাতের ৬টির মধ্যে ৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর উত্থান ছিল। এছাড়া এদিন সেবা আবাসন ও টেলিকমিউনিকেশন খাতের সবগুলো প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে।

সূত্রমতে, ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৮০৭ কোটি ১৬ লাখ টাকা। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ২১ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১০০টির, কমেছে ২৪১টির বা ৬৪ দশমিক ৪৪ শতাংশ এবং পরিবর্তন হয়নি ৩৩টির দর। টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, জেনেক্স ইনফোসিস, ওয়ান ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৩৬ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক শূন্য ৪ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৫২৮ দশমিক ৬৬ পয়েন্টে ও ১ হাজার ৪৩২ দশমিক ৬৫ পয়েন্টে।

অপর পুঁজিবাজার সিএসইতে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৯১ কোটি ৬৯ লাখ টাকা। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ৫৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৯টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৮৯টির বা ৬৬ দশমিক ৭৮ শতাংশ এবং পরিবর্তন হয়নি ২৭টির কোম্পানির। টাকার অংকে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, স্ট্যান্ডার্ড ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আইএফআইসি ব্যাংক, রবি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪২ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৬ দশমিক ৬১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৭৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫২ দশমিক ৯০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৮৩ দশমিক ৯৯ পয়েন্ট ও সিএসআই সূচক ১২ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৬৯ দশমিক ৪১ পয়েন্টে, ১৩ হাজার ৮৪৩ দশমিক ৬৪ পয়েন্টে, ১১ হাজার ৭৭৮ দশমিক শূন্য ৭ পয়েন্টে ও ১ হাজার ২১৬ দশমিক ৭৯ পয়েন্টে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন