নিজেকে স্মার্ট ও ফ্যাশনেবল রাখতে নখেরও যত্ন নিতে হবে। হাজার টাকা খরচ করে পার্লারে পেডিকিউর-মেনিকিউর করে আসার একদিন পরই আবার নখগুলো উজ্জ্বলতা হারিয়ে হলদেটে হতে থাকে। নখের এই কালো দাগ তুলতে বাড়ির দু’টি সহজ উপাদানই যথেষ্ট। জেনে নিন দুই পদ্ধতি-
১. লেবুর রস
লেবু নানা কাজে ব্যবহার হয়। এমনকি নখের চারপাশের কালো দাগ যে খুব সহজেই তুলে ফেলবে, এতে কোনো সন্দেহ নেই।
উপকরণ: লেবু ১ টা ও টুথ ব্রাশ।
পদ্ধতি: প্রথমে লেবুর রস করে নিন। এবার নখগুলো এতে ভিজিয়ে রাখুন। এবার একটা পরিষ্কার টুথ ব্রাশ নিন। নখ দশ মিনিট ভিজিয়ে রাখার পর ব্রাশ দিয়ে নখ ঘষে নিন। এরপর হালকা গরম পানিতে নখ ধুয়ে নিন। তারপর ভালো করে মুছে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। খুব তাড়াতাড়ি ফল পেতে দিনে দু’বার করুন এটা।
২. সাদা টুথপেস্ট
বাড়িতে যদি সাদা টুথপেস্ট থাকে তাহলে এটাকেই কাজে লাগান। এটা খুব ভালোভাবে নখের কালো ছোপ তোলে।
উপকরণ: সাদা টুথপেস্ট পরিমাণ মতো।
পদ্ধতি: সাদা টুথপেস্ট নিয়ে, নখে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ব্রাশ দিয়ে ঘষে নিন একটু। এটাও প্রতিদিন করলেই কিছুদিন পর ঝকঝকে সাদা নখ হাতের মুঠোয়।
আনন্দবাজার/একে