দিন দিন পোক্ত হচ্ছে গুগলের আস্থার জায়গা। গুগলে ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে একদিকে যেমন নির্ভরতা তেমনি নানান সমস্যাও বাড়ছে। ব্যবহার সহজ হলে বেড়ে যায় হ্যাকারদের তৎপরতা। গুগল বা জিমেইল অ্যাকাউন্টের অ্যাকসেস হারিয়ে ফেলেন অনেকে। এরপর নানান হয়রানির স্বীকার হতে হয়।
সেক্ষেত্রে অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধি করতে পারেন আগেই। এতে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে বা অ্যাকাউন্ট লক হয়ে গেলে খুব সহজেই তা রিকভার করতে পারবেন। চলুন জেনে নিই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কি কি করতে হবে-
গুগল অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ব্যাকাপ নিয়ে রাখুন নিয়মিত। এতে অ্যাকাউন্টের অ্যাকসেস হারিয়ে ফেললেও তেমন সমস্যায় পড়তে হবেনা।
পাসওয়ার্ড ভুলে যাওয়ার আগে আপনার সমস্ত পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড ম্যানেজারে ব্যাকাপ নিয়ে রাখুন। সেক্ষত্রে লাস্টপাস বা ড্যাশলেইন ব্যবহার করতে পারেন।
পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারির ক্ষেত্রে পুরোনো পাসওয়ার্ড বেশ কাজে আসতে পারে। সকল পাসওয়ার্ড সংরক্ষণের ক্ষেত্রে পাসওয়ার্ড ম্যানেজারও কাজে আসতে পারে।
পাসওয়ার্ড এর নিরাপত্তা নিশ্চিত করতে ও মনে রাখতে উল্লেখিত সকল উপায় যদি ব্যার্থ হয়,সেক্ষেত্রে পাসওয়ার্ড রিকভার করা ছাড়া আর কোনো উপায় থাকবেনা। তখন রিকভারি ইমেইল ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারেন।
আনন্দবাজার/ টি এস পি

