ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রামনাথ কোবিন্দের সাথে শেখ হাসিনার সাক্ষাৎ

ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকাল চারটার দিকে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, সাক্ষাতে জ্বালানিসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে আজ সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখানে গার্ড অব অনার দেওয়া হয় রামনাথ কোবিন্দকে।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এছাড়া স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতি কোবিন্দ।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন