‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র কভিড প্রটোকলের মধ্য দিয়ে আজ থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে এশিয়ান হকির চ্যাম্পিয়নস ট্রফি। ছয় দলের খেলার কথা থাকলেও করোনা সংক্রমিত হওয়ায় মালয়েশিয়া শেষ মুহূর্তে ‘না’ করে দিয়েছে। ফলে টুর্নামেন্ট এখন পাঁচ দলের। যেখানে ৪০ বছর পর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার গৌরব নিয়ে এসেছে ভারত। এছাড়া একই কাতারে বিশ্ব হকিতে কোরিয়া, জাপান ও পাকিস্তান। এদিকে স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য অভিজ্ঞতা অর্জন।
এ ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে খেলব। এখানে এশিয়ান সেরা দলগুলো এসেছে, তাদের সঙ্গে খেলে শেখার অনেক কিছু আছে।
টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হারা ম্যাচ দুটি স্বাগতিক দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন আশরাফুল। তিনি জানান, প্রতিপক্ষ দলগুলোর খেলার স্টাইল দেখেছি। কোচিং স্টাফরা এগুলো বিশ্লেষণ করছেন। তবে দুটো প্রস্তুতি ম্যাচ আমাদের ভালো খেলার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চার প্রতিপক্ষের মধ্যে তাদের ফোকাস একটু বেশি পাকিস্তানের ম্যাচ নিয়ে জানিয়ে অধিনায়ক বলেন, বিগত দুই বছর আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। পাকিস্তানও অনেক দিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে ছিল। তাই পাকিস্তানের ম্যাচের দিকেই আমাদের ফোকাসটা বেশি।
আনন্দবাজার/ টি এস পি