ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও জয়ে ফিরলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের আগুনঝরা ম্যাচে চেলসির বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ব্লুজদের ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চেলসিকে আতিথেয়তা জানায় সিটি। ম্যচের শুরুতে আক্রমণ আর পাল্টা আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দু’দল। তবে ম্যচের ২১তম মিনিটে ফরাসি ডিফেন্ডার কান্তে গোলে লিড পায় সফরকারীরা।

এরপর ২৮তম মিনিটে ডেভিড সিলভার অ্যাসিস্টে ডি ব্রুইনার গোলে সমতায় ফেরে সিটি। আর ৩৭তম মিনিটে রিয়াদ মাহরেজ জয় নিশ্চিত করা গোলটি করে সমর্থকদের আনন্দে ভাসান।

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে কোচ জুর্গেন ক্লপের লিভারপুল ২-১ গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেসের মাঠে। তবে আর্সেনাল নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে সাউদ্যাম্পটের সঙ্গে।

লিভারপুলের বিপক্ষে গত ম্যাচ হারা সিটি লিগে ১৩ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর ২৬ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে চতুর্থ স্থানে। সমান ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল। ২৯ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি দ্বিতীয়স্থানে।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন