শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে এল ওমিক্রন শনাক্তের কিট

দেশে এল ওমিক্রন শনাক্তের কিট

কোরিয়া থেকে ওমিক্রন শনাক্তের কিট এনেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এই কিটের মাধ্যমে কোনো ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত কিনা সেটি তিন থেকে পাঁচ ঘণ্টার মধ্যেই জানা সম্ভব হবে।

প্রথম দিকে বিদেশ ফেরত কারো শরীরে করোনার উপসর্গ থাকলে তাদেরকে এ কিটের মাধ্যমে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।

সিভাসুর মাইক্রোবায়োলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আহমেদ রানা বলেন, ভ্যারিয়েন্টটা সাধারণত কিছু স্পেসিফিক জিনের মিউটিশনের কারণে ডেভেলপ হয়েছে। এই কিটটা দ্বারা আমরা প্রথমে হিট করতে পারব যে মিউটেশন আছে যে জিনগুলোতে প্রাথমিকভাবে আমরা এগুলোকে ডিলিট করতে পারব।

কোনো কারণে যদি ওই জিনগুলো অনুপস্থিত থাকে, না আসে, সাসপেন্স নতুন একটা ভেরিয়েন্ট, অতঃপর ওই ভাইরাসটাকে আমরা পরবর্তীতে আরানেস্টশন করে হোল জিনোম করলে আমরা নিশ্চিত হবো যে এখানে ওমিক্রন ভাইরাস সার্ক্যুলেট হচ্ছে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  আগামীকাল বন্ধ থাকবে বানিজ্যমেলা

সংবাদটি শেয়ার করুন