ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তেলের বাজার চাঙ্গা রাখতে চুক্তি বাড়াবে ওপেক

জ্বালানি তেলের উত্তোলন হ্রাস করতে “ওপেক প্লাস” জোটের মধ্যকার চুক্তির সময়কাল আগামী বছরের জুন পর্যন্ত বাড়তে পারে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত ওপেকের প্রধান কার্যালয়ে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জোটের বৈঠকে এমন সিদ্ধান্ত আসতে পারে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  খবর রয়টার্স।

জ্বালানি তেলের বাজার চাঙ্গা করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও রাশিয়ার নেতৃত্বে ওপেকবহির্ভূত দেশগুলো নিয়ে গঠিত “ওপেক প্লাস” জোট। জোটের মধ্যকার করা চুক্তি অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে বাজার চাঙ্গা করতে দীর্ঘদিন ধরে উত্তোলন কমিয়ে আনছে সদস্য দেশগুলো।

জোটের চুক্তি অনুযায়ী, আগামী বছরের মার্চ পর্যন্ত উত্তোলন কমিয়ে আনার কথা রয়েছে। তবে বাজার চাঙ্গা হওয়ার তেমন সম্ভাবনা না দেখায় নতুন করে উত্তোলন হ্রাসের সময়সীমা বাড়ানোর চিন্তা করছে ওপেক ও ওপেকবহির্ভূত দেশগুলোর নেতৃত্বে থাকা সৌদি আরব ও রাশিয়া।

সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকো আগামী ৫ ডিসেম্বরে ওপেক প্লাস জোটের বৈঠকে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও ঘোষণা করতে পারে। যা বিশ্বের বৃহত্তম আইপিও হবে বলে ধারণা করা হচ্ছে।

ওপেকের সূত্র জানিয়েছে, জোটের সামনে এখন দুটি বিষয় রয়েছে। একটি হলো আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে জ্বালানি তেলে উত্তোলন হ্রাসের সময়সীমা বাড়ানো হতে পারে। অথবা মার্চে বাজার পরিস্থিতি বিবেচনা করে উত্তোলন হ্রাসের চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।

 

আনন্দবাজার/এম.কে

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন