বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলতি বছর দেশে এবং বিদেশে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতির পিতার জন্মশতবার্ষিকী পালনের অংশ হিসেবে বহুমুখী সাংস্কৃতিক কর্মকা- বাস্তবায়ন করে চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। যার মধ্যে অন্যতম ‘৬৪ জেলায় বঙ্গবন্ধুকে নিয়ে নাটক নির্মাণ কর্মসূচি’। বঙ্গবন্ধুর প্রতি অপরিসীম শ্রদ্ধা এবং তাঁর কর্ম ও কীর্তিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শিল্পকলা একাডেমি দেশব্যাপী নাট্যপ্রযোজনা নির্মাণের এই উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় প্রযোজনা বিশিষ্ট নাট্যজন মাসুম রেজা’র রচনা ও নির্দেশনায় ৪ ও ৫ ডিসেম্বর কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘জনকের অনন্তযাত্রা’। নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, মেমী সহ বিভিন্ন থিয়েটার একাধিক শিল্পীরা।
এ প্রসঙ্গে মহাপরিচালক লিয়াকত আলি লাকী জানান, এই নাটকের মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে হৃদয়ানুভূতি দিয়ে উপলব্ধি করবে বলে আমার বিশ্বাস। নাটক মঞ্চায়নের সাথে সম্পৃক্ত নাট্যকার, নির্দেশক, সমন্বয়কারী, অভিনেতা, অভিনেত্রীসহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জয় হোক শিল্পের, জয় হোক নাটকের, জয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ।
আনন্দবাজার/ টি এস পি