ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরের মাঠে জিততে পারেনি পিএসজি

ম্যাচ শুরুর আগে নিজের সপ্তম ব্যালন ডি’অর ট্রফি নিয়ে মাঠে হাজির হয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। পাশাপাশি পিএসজি’র ভক্তদের সামনে ইয়াশিন ট্রফি নিয়ে আসেন গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুম্মা। দুজনে মিলে বেশ কিছুক্ষণ ভক্তদের উজ্জীবিত রাখেন।

তবে মাঠের লড়াইয়ে নেইমারের অনুপস্থিতিতে দলকে ঠিক উজ্জীবিত করতে পারেননি লিওনেল মেসিরা। গোড়ালির চোটের কারনে প্রায় আট সপ্তাহের জন্য দর্শক বনে গেছেন নেইমার জুনিয়র।

চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে প্রথমবারের মতো ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অতিথি দল নিস গোলশূন্য ড্রতে রুখে দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটিকে।

নেইমারের বদলে আক্রমণে মাঠে নেমেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তৃতীয়বারের মতো চলতি মৌসুমের ক্যাম্পেইনে জয় বঞ্চিত থেকে গেল পিএসজি। তবে হারলেও ফরাসি লিগ ওয়ানে পয়েন্ট তালিকায় ১২ পয়েন্টে এগিয়ে রইল কোচ মাউরিসিও পোচেত্তিনোর স্বাগতিক দল।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন