ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিনিয়োগের জন্য বাংলাদেশ দারুণ স্থান’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মন্তব্য করেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ দারুণ স্থান। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে এসব কথা বলেন তিনি। শিল্প মন্ত্রণালয় থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় মন্ত্রী বলেন, আমরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য উদার শিল্পনীতি করেছি। আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প উৎপাদনের কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে।

পাঁচতারকা হোটেলটিতে জাপানের সনি করপোরেশন কোম্পানির বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নিয়োগের ঘোষণা অনুষ্ঠানে ভার্চুয়ালি মোস্তাফা জব্বার যুক্ত হন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আমদানিকারক দেশ থেকে ডিজিটাল পণ্য উৎপাদনকারী এবং রফতানিকারক দেশে রূপান্তর হয়েছে। ইতোমধ্যে স্যামসাং, নকিয়া ও শাওমিসহ ১৪টি প্রতিষ্ঠান বাংলাদেশে মোবাইল কারখানা স্থাপন করেছে। মেড ইন বাংলাদেশ ব্রান্ডের মোবাইল ও ল্যাপটপ এখন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। আমরা কম্পিউটার ও ল্যাপটপসহ আইওটি পণ্য রফতানি করছি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন