ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এমপি মানু মজুমদারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদারের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ-সংসদ সদস্য (এমপি) হয়েও তিনি দলীয় প্রার্থীর নির্বাচনি সভায় অংশ নেওয়াসহ বিভিন্নভাবে ভোটারদের প্রভাবিত করছেন।

বিভিন্ন অভিযোগ ও তথ্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে এমপি মানু মজুমদারকে সতর্ক করা হয়েছে। এছাড়া নির্বাচনে প্রভাব বিস্তার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নেত্রকোণা জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ সাক্ষরিত চিঠির সঙ্গে নির্বাচন কমিশনারের চিঠি সংযুক্ত করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে নির্বাচনী আচরণ বিধির সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে এমপি মানু মজুমদারকে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ না করতে ও অবিলম্বে নির্বাচনি এলাকা ত্যাগ করতে নির্দেশিত হয়ে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন