গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত ও যাত্রী হয়রানি বন্ধ করাসহ পাঁচদফা দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- গণপরিবহনে সর্বনিন্ম ভাড়া পাঁচ টাকা করা, যাত্রাপথে চেক এবং ওয়েবিল বাতিল করা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের আইন মেনে গেটলক ও সিটিং সার্ভিস বন্ধ করা এবং পরিবহনে শিক্ষার্থী ও যাত্রী হয়রানি বন্ধ করা।
মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী সামিয়া হাসান শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো তুলে ধরেন। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা নাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান স্মারক্ষলিপি গ্রহণ করেন।
আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি সম্পর্কে শুনেছি। আমরা এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রæত সমাধানের চেষ্টা করবো।’
আনন্দবাজার/এম.আর