ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এই মাসেই দেশে টিকা পাঠাবে সেরাম

বাংলাদেশ ও নেপালসহ মোট ৪টি দেশে আগামী ২৩ নভেম্বর থেকে টিকা সরবরাহ শুরু করবে ভারতের সেরাম ইনস্টিটিউট। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় সেরাম ওই তারিখ থেকে কোভিশিল্ড টিকা সরবরাহ শুরু করবে।

অপর দুইটি দেশ হচ্ছে-তাজিকিস্তান ও মোজাম্বিক। সংশ্লিষ্ট সূত্র জানায়, নেপাল ২৪ নভেম্বর কোভিশিল্ডের প্রথম চালান পাবে।

এর আগে গত অক্টোবর মাসে ভারত সরকার সেরামকে ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রোগ্রামের অধীনে বাংলাদেশ, নেপাল ও মায়ানমারে ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড রফতানির অনুমতি দিয়েছে।

সম্প্রতি সেরামের একজন সিনিয়র কর্মকর্তা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, তাদের স্টকে বর্তমানে ২৪ কোটি ৮৯ লাখ ১৫ হাজার ডোজ কোভিশিল্ড টিকা আছে এবং স্টক দিন দিন বাড়ছে।

তিনি জানান, দেশে এবং বিশ্বব্যাপী সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করতে, আমাদের উত্পাদন, কোল্ড চেইন স্পেস ব্যবস্থা এবং মানবসম্পদের বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করতে হবে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন