শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হাফ ভাড়ার দাবিতে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর ২ টার দিকে দুই কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে পুরান ঢাকাস্থ ভিক্টোরিয়া পার্ক ও শাখারী বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গণপরিবহনে সকল শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে এবং হাফ ভাড়া না নিলে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নিতে হবে। এছাড়াও অনেক বাস ছাত্র-ছাত্রী দেখলে বাসে উঠাতে চায় না। এ ব্যাপারেও প্রশাসনের যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এ সময়ে কোতয়ালী থানাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাঁড়ি ইনচার্জ নাহিদুল ইসলাম মানববন্ধনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে হাফ ভাড়ার বিষয়ে আশ্বস্ত করে বলেন, সদরঘাট কেন্দ্রিক কোন গণপরিবহন যদি হাফ ভাড়া না নেয় কিংবা কোন শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা পুলিশ প্রশাসনের এ আশ্বাসের ভিত্তিতে তাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  ঝুঁকিতে আলো ছাড়ানো ভবন

সংবাদটি শেয়ার করুন