ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন মাসে বেনাপোল রেলস্টেশনে আয় ৮ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বেনাপোল রেলস্টেশনে দিয়ে ভারত থেকে ট্রেনে মোট ১ লাখ ২০ হাজার টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। আর এ থেকে আয় হয়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা।

আদমানিকৃত পণ্যের মধ্যে বেশির ভাগেই পেঁয়াজ, আদা, মরিচ, হলুদ, ধানবীজ, গম, চিনি, পিকআপ ভ্যান, কনটেইনার।

যেসব পণ্য আগে ট্রাকে আসত সেসব পণ্য এখন ট্রেনে আসছে বলে জানান ব্যবসায়ীরা।

ইন্দোবাংলা চেম্বার অফ কমার্স সাবকমিটির পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘সড়কপথে আমদানি করেও নানা হয়রানির কারণে বেনাপোল বন্দর দিয়ে সড়কপথে আমদানি না করে ট্রেনে আমদানি করছেন।’

বেনাপোল স্টেশনমাস্টার সাইদুজ্জামান বলেন, জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে ভারত থেকে ট্রেনে বিভিন্ন পণ্য পরিবহন করে বেনাপোল রেলস্টেশনের আয় হয়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা। পেঁয়াজ, আদা, মরিচ, হলুদ, ধানবীজ, গম, চিনিসহ অন্যান্য পণ্য এসেছে। মোট পণ্য আমদানি হয়েছে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন