ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে জলে ভাসছে কৃষকের স্বপ্ন

টানা বৃষ্টিতে জলে ভাসছে কৃষকের স্বপ্ন

গেল তিন দিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহে মাঠের পাকা ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানিতে ধানের পাশপাশি ক্ষতি হয়েছে সবজির।

উপজেলার ভাতুড়িয়া গ্রামের কৃষক কবির হোসেন বলেন, আমার তিন বিঘা জমির ধান কেটে বিচেলী করার জন্য মাঠে রেখেছিলাম। দুদিন পরে ধান বাড়িতে আনার কথা ছিলো। কিন্ত গত তিন দিনের বৃষ্টিতে সব ধান পানিতে ভাসছে। ধান পচে কল গজিয়ে যাচ্ছে। পারফলসী গ্রামের বাবুল আক্তার, ঘোড়াগাছা গ্রামের হাবিব, রবিউল, হিজলী গ্রামের রবিউল মুন্সী, শিতলী গ্রামের আব্দুর রশিদসহ এমন অনেকেই তাদের হতাশার কথা বলেন।

সাগরে লঘুচাপে সারাদেশেরে ন্যায় ঝিনাইদহে গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কৃষকরা তাদের পাকা ধান কাটার স্বপ্নে বিভোর ছিলো। কিন্ত অনেক কৃষকের এখন মাথায় হাত। সারাবছরের খাদ্যের যোগান কিভাবে হবে এনিয়ে চিন্তিত কৃষক। এছাড়া মূলা, পালং শাক বাঁধাকপি, মরিচসহ অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।

হরিণাহরিণাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ১১ হাজার ২০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। তবে টানা বৃষ্টিতে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিশংকর বিশ্বাস বলেন, ধানের পঁচন রোধে কোন ঔষুধ স্প্রে করা যাবেনা। কারণ এর বিষক্রিয়া খাদ্যে দীর্ঘদিন থেকে যায়। জমির পানি দ্রুত বের করে দিতে হবে। আবহাওয়া ভালো হলে উল্টে-পাল্টে ধান শুকালে ক্ষতি কিছুটা কম হবে বলেও জানান তিনি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন