ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদির জাহাজ আটক করল হুতিরা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর থেকে সৌদি আরবের একটি সামরিক জাহাজ আটক করেছে। গতকাল সোমবার সৌদি সামরিক জোটের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। সৌদি সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকির বরাতে আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

তুর্কি আল মালিকি বলেন, রোববার (১৭ নভেম্বর) রাতে সশস্ত্র হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত থেকে জাহাজটি আটক করেছে। এই জাহাজটির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার একটি ড্রিলিং রিগকেও টেনে নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে হুতিদের জব্দ করা জাহাজটিতে ঠিক কত সংখ্যক ক্রু বা লোকজন ছিল সে সম্পর্কে কিছু জানা যায়নি।

হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আলী আল হুতি রয়টার্সকে জানিয়েছেন, হুতি বাহিনী লোহিত সাগর থেকে ‘সন্দেহভাজন একটি জাহাজ’ জব্দ করেছে। জাহাজটির ক্রুদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তবে এই ঘটনাকে ‘সন্ত্রাসী অভিযান’ দাবি করে এটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা ও বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি বলে আখ্যায়িত করেছেন সৌদি সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন