ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ লবণ নিয়ে ছড়িয়ে পড়েছে গুজব

পেঁয়াজের লাগামহীন দর বৃদ্ধিতে সারাদেশে চলছে অস্থিরতা। এই অস্থিরতার মধ্যে আবার লবণ নিয়ে ছড়িয়ে পড়েছে গুজব। তাই হঠাৎ করেই লবণ কেনার দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। বিভিন্ন সামাজিক মাধ্যম ও লোক মুখে মুখে লবণের মূল্য বেড়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে দেশজুরে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর কাজীপাড়া, আগারগাঁও, তেজগাঁও ও বেগুনবাড়ি এলাকার বাজার ও মুদি দোকানগুলোতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন লবণ কিনতে। বাড়তি চাপের জন্য অধিকাংশ পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দোকানে থাকা লবণ বিক্রি করে ফেলেন। এ ছাড়া বিভিন্ন জেলায় লবণের মূল্যবৃদ্ধির খবর ছড়িয়ে পড়েছে।

মোল্লা সল্টের মহাব্যবস্থাপক আবদুল মান্নান জানান, কক্সবাজারের চাষিদের কাছে এখনও ৪ লাখ টনের মতো লবণ মজুত আছে। বাজারে লবণের চাহিদা কম, লবণের দাম নেই। এ কারণে অনেক চাষি এখনো নতুন মৌসুমের লবণ চাষ করতে শুরু করেনি।

তিনি বলেন, আমরা কেউ দাম বাড়াইনি। সরবরাহ ঠিক আছে। আমাদের হাতে যে লবণ আছে তা আগামী দুই মাস চালানোর মতো।

এদিকে আজ শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্যলবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণচাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন