ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

৩০০ মিলিয়ন ডিভাইস তৈরি করবে স্যামসাং

মোবাইল ফোনের উৎপাদন খরচ কমাতে মার্চে চীনে তাদের সর্বশেষ কারখানাটি বন্ধ করে দেয় স্যামসাং। কিন্তু তাতে সহজলভ্য কাঁচামাল কিনতে অনেকটা কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টকে। তাই আবারো পুনরায় চীনে স্যামসাংয়ের স্মার্টফোন তৈরির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এবার সেটি তৈরি করবে চীনের অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার (ওডিএম) উইংটেক।

নতুন করে শুরু করার সাথে সাথে আলাদা পরিকল্পনাও করেছে উইংটেক। স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালে স্যামসাং ৩০০ মিলিয়ন ডিভাইস তৈরি করবে। যার মধ্যে প্রায় ৬০ লাখ ডিভাইস তৈরি করবে উইংটেক ম্যানুফ্যাকচারা। সেখানে গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসই বেশি থাকার সম্ভাবনা বেশী।

স্যামসাং ছাড়াও হুয়াওয়ে, শাওমি এবং অপোর ফোন তৈরি করে উইংটেক। যদিও এক সময় স্যামসাংয়ের ফোন তৈরি করতো প্রতিষ্ঠানটি। মূলত চীনের কন্ট্রাকটাররা কমদামে ভালোমানের ফোন তৈরি করতে পারে বলেই এমন উদ্যোগ স্যামসাংয়ের।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন