ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেন চলছে সূচকের বড় উত্থানে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে আজ। এবং বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩২১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ তথ্য জানা গেছে ডিএসই সূত্রে।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এদের মধ্যে দর বেড়েছে ২৮৬টি কোম্পানির এবং কমেছে ৪৫টি কোম্পানির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির দর।

অন্যদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে সূচকের উত্থানে। এ সময়ে সিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ২৬ লাখ টাকার।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন