ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বৃদ্ধি পেল ডলারের দাম

হঠাৎ করেই ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক সোমবার থেকে প্রতি ডলারের দাম ৫ পয়সা বাড়িয়েছে। এখন থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হবে ৮৪ টাকা ৮০ পয়সা, যা এক বছর আগের তুলনায় দশমিক ৯২ টাকা বেশি।

আগের বছর একই সময়ে ডলারের মূল্য ছিল ৮৩ টাকা ৮৮ পয়সা। আমদানি দায় শোধ করার জন্য এ হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে টাকার বিপরীতে আরও শক্তিশালী হলো ডলার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডলারের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হবেন আমদানিকারক ও সাধারণ ভোক্তারা। এর কারণ হিসেবে দেখছেন পণ্য আমদানির ব্যয় বেড়ে যাওয়া। বিশেষ করে আমদানি নির্ভর খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে। তবে এক্ষেত্রে লাভবান হবেন রফতানিকারক ও রেমিট্যান্স প্রেরণকারীরা।

কেন্দ্রীয় ব্যাংকের এক তথ্যমতে, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে রোববার (১৭ নভেম্বর) এক ডলার ৮৪ টাকা ৭৫ পয়সায় কিনলেও সোমবার তা কিনতে হয়েছে ৮৪ টাকা ৮০ পয়সা। যারা ভ্রমণ করতে বিদেশ যাচ্ছেন তাদের ডলার কিনতে হচ্ছে ৮৭ টাকার কাছাকাছি দরে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন