আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেলে ২৫ হাজার লোক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রেল দিবস উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইতোমধ্যে রেলের নিয়োগবিধি চূড়ান্ত করা হয়েছে। যে কাজটি কেউ এতোদিন করেনি । তাছাড়া স্টেশন মাস্টার পদসহ বেশ কিছু পদে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও দেয়া হবে। জনবলের অভাবে ১৪১টি স্টেশন বন্ধ রয়েছে। সেগুলো চালু করার জন্য কার্যক্রম অব্যাহত আছে।’
রেলমন্ত্রী বলেন, ‘সব মিটারগেজকে ব্রডগেজে রূপান্তরিত করা হবে। এতে রেলের যাত্রীদের সুবিধা আরও বৃদ্ধি পাবে। আমাদের অনেক সম্পদ আছে, এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারব।’
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার। এছাড়া রেল মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আনন্দবাজার/এম.আর