টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া এবং নিউজ্যিল্যান্ড। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আবারও ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
এর আগের ছয় আসরে কোনোবারই শিরোপা জিতেনি এই আসরের দুই ফাইনালিষ্ট। তাই প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপার স্বাদ নিতে মরিয়া উভয় দলই। এবারই প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড দল। অন্যদিকে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে নামবে টিম অস্ট্রেলিয়া। এর আগে ২০১০ সালে ফাইনালে উঠেছিলো অজিরা।
টি-২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত এগিয়ে অস্ট্রেলিয়া। এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৪ ম্যাাচে মুখোমুখি হয়েছে ব্লাক ক্যাপস এবং অজিরা। যেখানে নয় বার জিতেছে অজিরা। আর পাঁচ জয় নিউজিল্যান্ডের। এছাড়া বিশ্বকাপের মঞ্চে একবার দেখা হয় এই দুই দেশের। অবশ্য সেই ম্যাচে কিউইরাই জয় পেয়েছিলো।
এখন পর্যন্ত ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টির সাতটি বিশ্বকাপ আসরের আয়োজন করেছে আইসিসি। সেখানে পাঁচটি দেশ চ্যাম্পিয়ন হয়েছে। দুইবার শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবং একবার করে ট্রফি জেতার স্বাদ গ্রহণ করেছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
আনন্দবাজার/ টি এস পি