প্রথমে শোনা যায়, নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তবে এখন শোনা যাচ্ছে, বিশ্রাম নয়, জাতীয় দল থেকে বাদই দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। রহস্যময় চোট, স্রেফ ব্যাটসম্যান হিসেবে দলে খেলার চেষ্টা, আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতার কারণেই ক্যারিয়ারে দুর্যোগ ঘনিয়ে এলো হার্দিকের।
হার্দিককে সরাসরি বাইরে রাখার কারণ নির্বাচকরা খোলসা করেনি। তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হার্দিকের ওপরে আর ভরসা করতে চাইছেন না নির্বাচকরা। স্রেফ একজন ব্যাটসম্যান হিসাবে তাকে দলে খেলানোর কোনো যুক্তিই নেই। ২০১৯ সালে পিঠে অস্ত্রোপচারের পর যেন হারিয়েই গেছেন হার্দিক।
হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপে অলরাউন্ডার হিসাবে রাখা হলেও আইপিএলে এক ওভারও বল হাতে দেখা যায়নি তাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নির্বাচকরা উপলব্ধি করতে পেরেছেন, আর পুরোনো মেজাজে পাওয়া যাবে না হার্দিককে। তার বিকল্প হিসেবে নির্বাচকেরা আপাতত আইপিএল তারকা ভেঙ্কটেশ আইয়ারকে ভাবছেন।
আনন্দবাজার/ টি এস পি