এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ছাড়লেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আজ বৃহস্পতিবার টুইট করে বিজেপি ছাড়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নিজেই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই নায়িকার মনে দলের বিরুদ্ধে চাপা ক্ষোভ দানা বেঁধেছিল। নির্বাচনের পর থেকেই নানা কারণে বিজেপি ছাড়ছেন উচ্চ পর্যায়ের নেতা এবং তারকারা।
টুইটারে শ্রাবন্তী লিখেছেন, বিজেপির সাথে সব বন্ধন ছিন্ন করলাম, যাদের পক্ষে আমি গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলাম। দল ছাড়ার কারণ, পশ্চিম বাংলাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে ভালো উদ্যোগ এবং আন্তরিকতার যথেষ্ট অভাব রয়েছে।
শ্রাবন্তীর দল ছাড়ার খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, গত নির্বাচনে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হওয়ার পর থেকেই বিজেপির কোনো কর্মসূচিতে দেখা মেলেনি নায়িকার। ব্যক্তিগতভাবে কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখলেও দলের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি তিনি।
আনন্দবাজার/ টি এস পি