সরকার নির্ধারিত নতুন বাস ভাড়া শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। সেজন্য রাজধানীর বাসগুলোতে স্টিকার লাগানো হয়েছে। আজ গাবতলী থেকে ডেমরা রুটে চলাচলকারী অছিম পরিবহনের বাসে ‘ডিজেল চালিত’ স্টিকার লাগানো দেখা যায়। বাড়া নিয়ে যাত্রী হয়রানিরোধে এই ব্যবস্থা করেছে বাস মালিক সমিতি।
এছাড়াও বসুন্ধরা থেকে মিরপুর পর্যন্ত যেতে পরিবহনটির বেশ কয়েকটি বাসেই এ লেখা সংবলিত স্টিকার দেখা যায়। তবে এ রুটে চলাচলকারী অন্য পরিবহনে এমন স্টিকার দেখা যায়নি।
এদিকে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, ঢাকা মেট্রো এলাকায় চলাচলকারী ১২০টি পরিবহন কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির ১৯৬টি বাস রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজিতে চলাচল করে।
আরও পড়ুন:ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতার ৫
এ সময় যেসব কোম্পানির যত সংখ্যক বাস সিএনজিতে চলাচল করে তার তালিকাও তুলে ধরা হয়। তবে এখন পর্যন্ত কোনো বাসে সিএনজিচালিত লেখা সংবলিত স্টিকার দেখা যায়নি।
অপরদিকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজধানীতে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম। কোনো বাসে অভিযোগের সত্যতা মিললেই করা হচ্ছে জরিমানা।
বাজার/এম.আর