ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতার ৫ 

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। ব্যাংকের একটি পরীক্ষায় ছদ্মবেশে অংশ নিয়ে প্রশ্নফাঁসের সাথে জড়িত পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। 

গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যে ডিবি বলছে, ব্যাংকের পরপর চারটি নিয়োগ পরীক্ষাতেই প্রশ্নফাঁস করেছে চক্রটি। আর চক্রে জড়িত ও গ্রেফতারদের তিনজনই সরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা।

ডিবির প্রাথমিক তদন্তে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জড়িত সরকারি ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে প্রশ্নপত্র প্রণয়নসহ পরীক্ষা আয়োজনের দায়িত্বপ্রাপ্ত আহসানউল্লাহ ইউনির্ভাসিটি অব সাইন্স অ্যান্ড টেকনলোজির আইসিটি বিভাগ থেকে প্রশ্নফাঁস হয়েছে বলে জানা গেছে। এ পর্যন্ত চক্রটি প্রশ্নপত্র ও উত্তরপত্র ফাঁসের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৬০ কোটি টাকা।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার।

আনন্দবাজার/এজে 

সংবাদটি শেয়ার করুন