লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে গভীর নলকূপের পানির তীব্র সংকট। পানির জন্য প্রায় ১ শত পরিবার কলসি নিয়ে দূর-দূরান্ত থেকে পানি আনতে হয়।
চররুহিতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউসুফ চৌকিদার বাড়ির বাসিন্দারা জানান, পানি আনতে তাদের যেতে হয় চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জোটে এক কলস পানি।
স্থানীয় মনির হোসেন, ফাতেমা বেগম, নুর নাহার বেগম, রৌশন আরা বলেন, কিছুদিন আগে এখানে একটি গভীর নলকূপ ছিল। কিন্তু সম্পক্তি নিয়ে বিরোধ দেখা দিলে নুরনবী নামে এক ব্যক্তি নলকূপের নাট খুলে নিয়ে যায়। প্রায় ১১দিন ধরে বন্ধ রয়েছে নলকূপটি। এতে এলাকার প্রায় শতাধিক পরিবার দূর-দূরান্ত থেকে পানি আনতে অনেক কষ্ট হয়। ভুক্তভোগিরা এলাকাতে দুটি গভীর নলকূপ স্থাপনের দাবী জানান। এ বিষয়ে লক্ষ্মীপুর জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ দাস জানান, সরেজমিন পর্যবেক্ষন করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আনন্দবাজার/শহক