ঢাকা | বৃহস্পতিবার
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর ৮টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকাদান শুরু

রাজধানীর ৮টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকাদান শুরু

রাজধানীর আটটি কেন্দ্রে আজ ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে। সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর আটটি কেন্দ্রে টিকা দেয়া হবে। শিক্ষার্থীদের টিকা কার্ডের দুই কপি সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে। বাড্ডা থানা এলাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

মালিবাগ এলাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঐ স্কুলের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

এছাড়াও বনানীর চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমন্ডির কাকলী হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরার সাউথ ব্রিজ স্কুল, স্কলাস্টিকা স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

এদিকে, করোনা টিকা পেতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের জন্মনিবন্ধন নম্বর দিয়ে http://surokkha.gov.bdl রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন