শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের লাগামহীন দর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

পেঁয়াজের লাগামহীন দর বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর বগুড়া শহর কমিটির উদ্যোগে জেলা শহরের সাতমাথায় এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তরা জানান, দেশে আজ পেঁয়াজের দাম আকাশচুম্বি। সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে, ২৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। বর্তমান সরকারের বাণিজ্য ও কৃষি মন্ত্রীর সমন্বয়হীনতার কারণেই আজ পেঁয়াজের দাম অস্বাভাবিক।

বগুড়া জেলা শহরের জাসদ সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুলের পরিচালনায় মানববন্ধন করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সদস্য ইমদাদুল হক এমদাদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন আঙ্গুর, জাহিদুল ইসলাম খান লজে, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক খান বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু।

 

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  ঢাবি শিক্ষার্থী ধর্ষণের আলামত পাওয়া গেছে রিপোর্টে

সংবাদটি শেয়ার করুন