শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের টিকে থাকার লড়াইয়ে আজ প্রতিপক্ষ ওমান

টাইগারদের টিকে থাকার লড়াইয়ে আজ প্রতিপক্ষ ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। মাস্কাটের আল আমিরাতের ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টাইগার একাদশে ফিরছেন নাঈম শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন কোচ রাসেল ডমিঙ্গো।

এদিকে স্কটল্যান্ডের সাথে প্রথম ম্যাচ হারায় এখন টাইগারদের পারফর্ম্যান্স নিয়ে চলছে কাটাছেড়া। ঘরের মাঠ মিরপুরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি সিরিজ জয়। আর এখন বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেবার শংকায় মাহমুদুউল্লাহ বাহিনী। তাই বাচা মরার লড়াইয়ে এই ম্যাচে জিততেই হবে টাইগারদের।

অপরদিকে বিশ্ব ক্রিকেটে ছোট দল হলেও মোটেও হিসাবের বাইরে নয় ওমান। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটে জয় তারই প্রমাণ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ওমান এ দলের সাথে খেলেছে বাংলাদেশ। সেখানে রাফিউল্লাহ, শোয়েবরা যেভাবে নাসুম শরিফুলদের বলে চার ছক্কা হাকিয়েছে তাতে মূল দল নিয়ে চিন্তায় পড়তেই পারে ডমিঙ্গোর শিষ্যরা।

সমীকরণে মেগা আসরে এখন পর্যন্ত একবার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বে ওমানকে বৃষ্টি আইনে ৫৪ রানে হারায় টাইগাররা। সেই সুখস্মৃতি নিয়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ আবারও মাঠে নামবে টিম বাংলাদেশ।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  বে টার্মিনালে বড় বিনিয়োগ

সংবাদটি শেয়ার করুন