প্রায় সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সোমবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রে তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলার ছাড়িয়েছে। এর আগে তেলের দাম ৮০ ডলারের উপরে পৌঁছেছিল ২০১৪ সালের ৩১ অক্টোবর।
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রকোপে গেল বছর বসন্তেও জ্বালানি ছিল বেশ সস্তা; চাহিদাও ছিল কম।
তবে চলতি বছরে বিশ্বে সব দেশেই অর্থনীতি কার্যক্রম পুনরায় চালু হওয়ায় জ্বালানির চাহিদা বেড়েছে, সেইসঙ্গে বেড়েছে জ্বালানির দামও।
২০২০ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৪০ ডলার, যা বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ১২০ ডলারে। প্রায় সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সোমবার (১১ অক্টোবর) দেশটিতে তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলার ছাড়িয়েছে। এর আগে তেলের দাম ৮০ ডলারের উপরে পৌঁছেছিল ২০১৪ সালের ৩১ অক্টোবর।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)-এর তথ্য অনুসারে, সোমবার পেট্রোলের গড় মূল্যও বিগত সাত বছরে হয়েছে সর্বোচ্চ। শুধুমাত্র গত সপ্তাহেই পেট্রোলের দাম ৭ সেন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে গ্যালন প্রতি ৩.২৭ ডলারে। গত বছরের এপ্রিলে প্রতি গ্যালনের দাম ছিল ১.৭৭ ডলার, যা এ বছরে এসে হয়েছে প্রায় দ্বিগুণ।
সোমবার মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক সেবা প্রতিষ্ঠান সিটিগ্রুপ তার পূর্বাভাসে, ব্রেন্ট অয়েলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলার পর্যন্ত উন্নীত করেছে এবং আরও জানিয়েছে, চলতি বছরের বাকি সময়টুকুতে অপরিশোধিত তেলের দাম ৯০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
আনন্দবাজার/শহক